ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

পুলিশ পাহারায় বাসভবনে জাবি উপাচার্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, নভেম্বর ৬, ২০১৯
পুলিশ পাহারায় বাসভবনে জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): অপসারণ আন্দোলনের মুখে অতিরিক্ত পুলিশ পাহারায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলামের বাসভবন। তিনি সেখানেই অবস্থান করছেন।

বুধবার (০৬ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রায় দেড়শ’ পুলিশ সদস্য সেখানে গিয়ে অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে সেখানের এক উপ পরিদর্শক (এসআই) বাংলানিউজকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দেড়শ’ পুলিশ সদস্য অবস্থান করছেন উপাচার্যের বাসভবনের সামনে।

এছাড়া আরও দেড়শ’ পুলিশ সদস্য রয়েছেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রে। রিজার্ভে থাকা এসব সদস্যকে পরিস্থিতি বুঝে নিয়োজিত করা হবে।

আরও পড়ুন>> জাবির ২ হলে পানি-গ্যাস বন্ধ করে দেওয়ার অভিযোগ

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।