ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

কুবির প্রথম সমাবর্তন ২৭ জানুয়ারি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, অক্টোবর ২০, ২০১৯
কুবির প্রথম সমাবর্তন ২৭ জানুয়ারি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন আগামী ২৭ জানুয়ারি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২০ অক্টোবর) জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতি সাপেক্ষে আগামী সোমবার (২৭ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।

সমাবর্তনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।