ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

যৌন হয়রানিতে অভিযুক্ত জাবি শিক্ষক কার্যক্রম থেকে বিরত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, সেপ্টেম্বর ২৯, ২০১৯
যৌন হয়রানিতে অভিযুক্ত জাবি শিক্ষক কার্যক্রম থেকে বিরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে সবধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপাচার্য বিশেষ ক্ষমতাবলে এ নির্দেশ দেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

তিনি বলেন, যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত শুরু করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) তাদের প্রথম সভা ছিল। তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ করে তদন্ত কমিটি। পরে, উপাচার্য তা অনুমোদন করেন।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক রাশেদা আখতার বলেন, তদন্ত চলাকালে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।