ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

যশোরে পুরস্কৃত দুর্নীতি বিরোধী বিতর্কে বিজয়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জুলাই ২৫, ২০১৯
যশোরে পুরস্কৃত দুর্নীতি বিরোধী বিতর্কে বিজয়ীরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় শহরের পূর্ব বারান্দীপাড়ার সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় সুপ্তি, আম্বিয়া, তাসমিয়া ও ফারহানার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় পক্ষ দল।

রানার আপ হয় ফাহিমা, নদী, প্রান্তি, মৌশির বিপক্ষ দল। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা ছবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান।

অনুষ্ঠানে জাকির হাসান বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে সোনার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার। সমাজে এখন নারীরা সমানভাবে এগিয়ে চলেছে। তাই তোমাদেরও এগিয়ে যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ইউজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।