ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে শুরু হলো দু’দিনব্যাপী ‘জব ফেস্ট’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুলাই ২৫, ২০১৯
শাবিপ্রবিতে শুরু হলো দু’দিনব্যাপী ‘জব ফেস্ট’ জব ফেস্টের পোস্টার

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘জব ফেস্ট’।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে জব ফেস্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া গ্র্যাজুয়েটরা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন।

তারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা চেষ্টা করছি চাকরির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস প্রণয়ন করতে। যেন শিক্ষার্থীরা পাস করে বের হওয়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক মনিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।

এদিকে অনলাইনে সিভি জমা দেওয়ার সময় শেষ হলেও জব ফেস্টে এসে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ক্লাব সূত্র।

‘জব ফেস্ট সিজন-৩’তে ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল মিলিয়ে ২৫টিরও অধিক কোম্পানি অংশ নিচ্ছে। জব ফেস্ট শেষ হবে শুক্রবার (২৬ জুলাই)।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।