ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

যশোর বোর্ডের ১৮ কলেজে শতভাগ পাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুলাই ১৭, ২০১৯
যশোর বোর্ডের ১৮ কলেজে শতভাগ পাস যশোর শিক্ষা বোর্ড

যশোর: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে এবার শতভাগ পাসের হারের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।

এ বছর বোর্ডের আওয়তাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৬টি কলেজের মধ্যে ১৮টি কলেজের সবাই পাস করেছেন। গতবছর শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৮।

তবে এবার সব প্রতিষ্ঠান থেকেই কম-বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ সবাই ফেল করা প্রতিষ্ঠান (পাসের হার শূন্য) নেই একটিও। গত বছর এই সংখ্যা ছিল দুইটি।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, সব প্রতিষ্ঠানই আন্তরিক হওয়ায় এবার আর শূন্যভাগ পাসের হারের প্রতিষ্ঠান নেই।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ইউজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।