ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

উত্তরপত্রে ঘষামাজা: আইডিয়ালের অধ্যক্ষকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, মে ১৪, ২০১৯
উত্তরপত্রে ঘষামাজা: আইডিয়ালের অধ্যক্ষকে শোকজ

ঢাকা: ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ঘষামাজা করে নম্বর দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও ‍‌উচ্চশিক্ষা বিভাগ সোমবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সুস্পস্ট মতামত দিতে বলেছে।
 
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখা পরিচালনা করে আসছে।

গত বছর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার উত্তর রাবার দিয়ে মুছে শুদ্ধ উত্তর লিখে নম্বর দেওয়ার অভিযোগ উঠে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।  
 
চিঠিতে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখায় ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ঘষামাজা সংক্রান্ত আনীত অভিযোগ তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হওয়ায় কেন অধ্যক্ষের বেতন-ভাতাদি বন্ধ করা হবে না তার কারণ দর্শিয়ে অধ্যক্ষের বক্তব্য গ্রহণপূর্বক আগামী ১৫ দিনের মধ্যে সুস্পস্ট মতামত প্রেরণ এবং ভবিষতে যে কোন তদন্ত প্রতিবেদন প্রেরণের ক্ষেত্রে সুস্পষ্ট মতামতসহ প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।