ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ডিইউডিএস’র সভাপতি রাকিব, সম্পাদক আসাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জুলাই ৩০, ২০১৮
ডিইউডিএস’র সভাপতি রাকিব, সম্পাদক আসাদ ডিইউডিএস’র সভাপতি এসএম রাকিব সিরাজী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মুতি আসাদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৮-১৯ সেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম রাকিব সিরাজী ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল্লাহ আল মুতি আসাদ।

সোমবার (৩০ জুলাই) বিকেলে ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মাহবুবা নাসরিনের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

রাকিব বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ ও আসাদ আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে বিতর্ক সংগঠনের প্রতিনিধিরা ভোট দেন।

নবনির্বাচিত সভাপতি রাকিব সিরাজী বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি আগ্রহী করে তুলতে কাজ করবো।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।