ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জুলাই ১১, ২০১৮
রাবিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার বিএফডিএফ'র সংবাদ সম্মেলন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক সপ্তাহ’। বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ)।  

বুধবার (১১ জুলাই) বিকেলে রবীন্দ্র কলাভবনে বিএফডিএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান নির্বাহী সদস্য মো. আবু ইউসুফ জানান, বিতর্ক প্রতিযোগিতা তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জুলাই ‘শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ শীর্ষক প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৩২টি দল অংশ নেবে।

১৪ জুলাই ‘শহীদ হবিবুর রহমান আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা’ শীর্ষক দ্বিতীয় পর্বে বিভিন্ন হল থেকে ২৬টি হল অংশ নেবে। এছাড়া ‘সংবিধান অলিম্পিয়াড’ শীর্ষক তৃতীয় পর্বের প্রতিযোগিতায় প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় টিএসসিসিতে প্রতিযোগিতার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন ও বিএফডিএফ’র উপদেষ্টারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি মডেল বিতর্ক অনুষ্ঠিত হবে।

১৫ জুলাই শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য হাসান মাহমুদ, নাজনীন আক্তার দীপ্তি, হাবিবুর রহমান ও শুভজিৎ ভট্টাচার্য প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।