ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে প্রগতিশীল জোটের বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, জুলাই ৮, ২০১৮
শাবিপ্রবিতে প্রগতিশীল জোটের বিক্ষোভ প্রগতিশীল জোটের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

রোববার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

পরে তারা দ্রুত কোটা সংস্কার এবং হামলা, মামলা ও গ্রেফতার বন্ধের দাবি জানিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আবদুল গণির কাছে স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রফ্রন্ট আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক সুচিত্র গোপ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।