ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশাল বোর্ডে ফেল করা ১৭ জন পুনঃনিরীক্ষণে পাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, মে ৩১, ২০১৮
বরিশাল বোর্ডে ফেল করা ১৭ জন পুনঃনিরীক্ষণে পাস

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল অনুযায়ী এবছরে এসএসসির পুনঃনিরীক্ষণে ১৪০ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ১৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১১ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ মে) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম।

এর আগে গত ৬ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য ১০ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী ২২ হাজার ১৫২টি আবেদন করে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।