ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

২৩ এপ্রিলের ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৪ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, এপ্রিল ২২, ২০১৮
২৩ এপ্রিলের ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৪ মে পরীক্ষার্থীর ফাইল ছবি

ঢাকা: দেশব্যাপী চলমান এইচএসসির আগামী ২৩ এপ্রিলের (সোমবার) পরীক্ষা স্থগিত করে তা ১৪ মে (সোমবার) নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ময়মনসিংহের একটি কেন্দ্রে ভুল করে ভূগোল দ্বিতীয়পত্রের প্রশ্নের প্যাকেট খোলায় পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।  

রোববার (২২ এপ্রিল) ভূগোল প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সোমবার ছিলো ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যন ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

গত ২ এপ্রিল থেকে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। আগামী ১৩ মে শেষ হওয়ার কথা ছিলো তত্ত্বীয় পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।