ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবির হিসাব বিজ্ঞান বিভাগের নতুন সভাপতি আব্দুস শহীদ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ইবির হিসাব বিজ্ঞান বিভাগের নতুন সভাপতি আব্দুস শহীদ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক আব্দুস শহীদ মিয়া দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. সেলিনা নাসরীনের স্থলাভিষিক্ত হন।

সোমবার (১৯ ফেব্রুয়ার) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতির কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

জানা যায়, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. সেলিনা নাসরীনকে তিন বছরের জন্য দায়িত্ব দেন।

গত ১৪ ফেব্রুয়ারি তার তিন বছর মেয়াদ শেষ হয়। পরে ১৫ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ওই বিভাগের অধ্যাপক আব্দুস শহীদ মিয়াকে নতুন সভাপতি হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।