ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জবি ছাত্রলীগ কর্মীকে কোপানোর ঘটনায় ১জন বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, অক্টোবর ২৬, ২০১৭
জবি ছাত্রলীগ কর্মীকে কোপানোর ঘটনায় ১জন বহিষ্কার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মিঠুন বাড়ৈকে কোপানোর ঘটনায়  উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম শান্তুকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করেছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাকে বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ।

জানা যায়, মঙ্গলবার দুপুর একটার দিকে জবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিথুন বাড়ৈ অগ্রণী ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে যান।

এসময় লাইন ভঙ্গ করেন জবি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী  তৌহিদুল ইসলাম শান্ত। এতে মিঠুন বাড়ৈ বাধা দেন।  

এসময় শান্তর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাক-বিতণ্ডার এক পর্যায়ে মিথুন ও শান্তর মাঝে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর শান্ত পাল্টা আঘাত হিসেবে সঙ্গে থাকা খুর দিয়ে মিথুনকে পোচ দেন। এতে মিথুনের ডান বাহুতে জখম হয়। পোচ দিয়ে পেছনের গেট দিয়ে শান্ত পালিয়ে যান। উপস্থিত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডিকে জানালে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে মিথুনকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে মিঠুন বাড়ৈ এখনো চিকিৎসা নিচ্ছেন।

বহিষ্কার বিষয়ে জানতে চাইলে জবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় শান্তকে ভিসি স্যার  বহিষ্কার করতে বলেছেন। তাই আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

তৌহিদুল ইসলাম শান্ত নিজেকে জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের কর্মী বলে পরিচয় দিলেও তরিকুল ইসলাম তা প্রত্যাখ্যান করেন। এদিকে মিঠুন বাড়ৈ জবির মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ডিআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।