ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

নোবিপ্রবিতে ঈদের ছুটি ২৭ আগস্ট থেকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, আগস্ট ২৪, ২০১৭
নোবিপ্রবিতে ঈদের ছুটি ২৭ আগস্ট থেকে

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২৭ আগস্ট থেকে ঈ‍দুল আজহার ছুটি শুরু হবে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ইউসুফ মিঞা এ তথ্য জানান।

তিনি জানান, ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকলেও কিছু বিভাগের ফাইনাল পরীক্ষা চালু থাকবে।

এছাড়া ২৮ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম খোলা থাকবে। ৮ ও ৯ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় ১০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।

তিনি আরও জানান, যেহেতু হলে সব ধর্মালম্বীর শিক্ষার্থী আছে, তাই সব সময়ের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের সব হল খোলা থাকবে। তবে যেসব ছাত্রী থাকতে চায়, তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দরখাস্ত দেয়ার মাধ্যমে এ বিষয়ে অবহিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।