ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ১০, ২০১৪
বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলায় চার্জ গঠন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তি দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে
বৃহস্পতিবার সকাল ১০টায় মিছিলটি ক্যাম্পাসের কামাল-রঞ্জিত (কেআর) মার্কেট থেকে শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাকৃবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, সিনিয়র যুগ্ম-সম্পাদক সালাম রাসেল, যুগ্ম সম্পাদক তৌহিদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন সুজন, শরীফ, বাবু, আশরাফুল। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বাকৃবির মেধাবী ছাত্র সাদ হত্যায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের ফাঁসির দাবি জানায়। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের ডাকা সাধারণ ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।