ঢাকা: ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা গত শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
প্রসঙ্গত, প্রকাশিত বিজ্ঞপ্তি যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
জানা যায়, এ বিসিএস থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন, আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
জেএইচ