ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রয়োজনে অর্থমন্ত্রীর পা ধরা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, এপ্রিল ৯, ২০১৪
প্রয়োজনে অর্থমন্ত্রীর পা ধরা হবে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: ইন্টারনেট সেবার বিলের ভ্যাট মওকুফ করার জন্য প্রয়োজনে অর্থমন্ত্রীর পা ধরা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার শান্তিনগর ইস্টার্ন প্লাসে ৭ দিনব্যাপী কম্পিউটার ও মোবাইল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হাসানুল হক ইনু বলেন, আগামী বছর থেকে মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। প্রতি বছর এক কোটি করে গ্রাহক বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ব্যবহারকারী সাড়ে ১১ কোটি। এসব গ্রাহকের সংখ্যা বাড়াতে সরকারের ১৫ শতাংশ মওকুফের বিকল্প নেই।

মন্ত্রী বলেন, টেন্ডারবাজি বন্ধ করতে ই-টেন্ডার সেবায় ইন্টারনেট প্রয়োজন। সরকারি চাকরি পাওয়ার প্রথম শর্ত হবে কম্পিউটার জানা। পৃথিবীতে এখন প্রযুক্তির বিপ্লব ঘটেছে। প্রযুক্তি আয়ত্ব করতে না পারলে উন্নয়নের মহাসড়ক থেকে ছিটকে পড়তে হবে। কম্পিউটার ব্যবহারের গুরুত্ব উপলদ্ধি করেই মানুষ কম্পিউটার কিনতে আগ্রহী হচ্ছে।

ইনু বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের নাম চির স্মরণীয় করে রাখতে, শেখ হাসিনা তিনটি উন্নয়ন কাজ শুরু করেছেন। প্রথমটি হচ্ছে, ডিজিটাল দেশ গড়া, দ্বিতীয়টি নারীর ক্ষমতায়ন আর তৃতীয়টি হচ্ছে, স্বাধীনতার ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের চ্যালেঞ্জ ধনী-গরীব ও শহর-গ্রামের বৈষম্য দূর করা। অন্যদিকে, খালেদা জিয়া তথ্য প্রযুক্তির শত্রু, জঙ্গিদের বন্ধু।

বিএনপি চেয়ারপারসনকে প্রযুক্তির বন্ধু হয়ে জঙ্গিবাদ ত্যাগ করার আহবান তিনি।

**ভ্যাট ইজ কিং, প্রণোদনা ডেঞ্জারাস গেম


বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।