ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, এপ্রিল ৫, ২০১৪
ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খানের নেতৃত্বে মিছিলটি বের হয়।



মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনের করিডোরে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, ইবি ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবুজর গিফারী গাফফার, আহমেদ মাহফুজ সাজন, সজিবুল ইসলাম সজীব, বঙ্গবন্ধু হল সভাপতি সাইফুল, আউয়াল, রাসেল, হালিম, বাবু, জনি, রানু, বিপ্লব, সবুজ প্রমুখ।

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী গাফফার বলেন, অবিলম্বে রুস্তমের হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এদিকে, একই মিছিলে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইবির চলমান অচলাবস্থা নিরসন করে ক্লাস ও পরীক্ষা শুরুর দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।