ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

নিজ অর্থায়নে ভারতে পড়ার সুযোগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, এপ্রিল ৩, ২০১৪
নিজ অর্থায়নে ভারতে পড়ার সুযোগ

ঢাকা: বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ খরচে ভারতে পড়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।

এমবিবিএস/বিডিএস, বিই/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বি ফার্মেসি/ ডিপ্লোমা ইন ফার্মেসি বিষয়ে পড়তে ২০১৪-১৫ সালের জন্য এ সুযোগ দিচ্ছে দেশটি।


বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আবেদনের জন্য নির্ধারিত ফরম দূতাবাসের ওয়েবসাইটে ( www.hcidhaka.gov.in ) পাওয়া যাবে। আগামী ১৭ এপ্রিল পূর্ণাঙ্গ আবেদন ফরম জমা দেওয়ার শেষ দিন।

আবেদনের জন্য প্রার্থীকে বাছাইপর্ব পরীক্ষায় ইংরেজিতে ন্যূণতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া প্রকৌশল ডিপ্লোমা এবং ফার্মেসি ডিপ্লোমার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পদার্থ, রসায়ন এবং জীব বিজ্ঞানে (উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান) ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

প্রয়োজনীয় নথিসহ চার কপি আবেদনপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের সত্যায়িত করে ছুটির দিন বাদে ৫ থেকে ১৭ এপ্রিলের মধ্যে হাইকমিশনের শিক্ষা উইংয়ে জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার সময় শিক্ষার্থীদের সকল নথির মূল সনদ সঙ্গে থাকা আবশ্যক। প্র্রয়োজনের জন্য টেলিফোন নম্বর ৯৮৮৮৭৮৯-৯১ এক্সটেনসন ৩১১ এবং ১৪২ যোগাযোগ করতে বলা হয়েছে ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।