ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, এপ্রিল ২০, ২০১৪
বাকৃবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া আল্টিমেটামের অংশ হিসেবে শিক্ষার্থীরা রোববার বেলা ১২টায় মিছিল বের করে।



মিছিলটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদ ও কামাল-রণজিত (কে.আর) মার্কেট হয়ে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মিছিল থেকে আগামী মঙ্গলবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।