ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে ছাত্রলীগের ধর্মঘট চলছে

স্টাফ ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, এপ্রিল ৫, ২০১৪
রাবিতে ছাত্রলীগের ধর্মঘট চলছে ছবি: প্রতীকী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রুস্তম আলী আকন্দকে (২৪) গুলি করে হত্যার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে ক্যাম্পাসে ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলছে।

ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা ও ক্যাম্পাসের বাস চলাচল বন্ধ রয়েছে।



আবাসিক হলগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল করিম বাংলানিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সোহরাওয়ার্দী হলসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বাংলানিউজকে জানান, সকাল ১০টায় ক্যাম্পাসে রুস্তম হত্যার প্রতিবাদে মৌনমিছিল করা হবে। ছাত্রলীগ নেতা রুস্তমের ওপর হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেফতার করা না হলে ধর্মঘট অব্যাহত রাখাসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, রুস্তমের সহপাঠী আবু রাশেদ বাংলানিউজকে জানান,  রুস্তমের লাশ রাত ২টার দিকে তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার চকনারায়ণপুর গ্রামে পৌঁছায়।

শনিবার সকাল ১০টায় রুস্তমের যানাযা শেষে লাশ দাফন করা হবে পরিবার সূত্রে জানা গেছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যানাযা শেষে রুস্তমের লাশবাহী গাড়ি গ্রামের বাড়ির পথে রওনা করে।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে গুলি করে হত্যার করা হয় ছাত্রলীগ নেতা রুস্তমকে।

রুস্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায়। তার বাবার নাম শাজাহান আলী আকন্দ।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।