ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

দাবি আদায়ে জবি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, এপ্রিল ২, ২০১৪
দাবি আদায়ে জবি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম/ ফাইল ফটো

জবি: বেদখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণ, বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ ছয় দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।



কর্মসূচি শেষে হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষামন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, মন্ত্রণালয় কতৃক উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির প্রতিবেদন যদি শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট না হয়, তাহলে মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।