ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

মঙ্গলবার থেকে শাবিপ্রবিতে শিবিরের লাগাতার ধর্মঘট

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মার্চ ১৭, ২০১৪
মঙ্গলবার থেকে শাবিপ্রবিতে শিবিরের লাগাতার ধর্মঘট

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রশিবির। এছাড়া সিলেট বিভাগে ২০ ও ২১ মার্চ হরতাল আহ্বান করেছে তারা।



সোমবার শাবিপ্রবি শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান বাবলু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে সোমবারের ধর্মঘট স্থগিত করে শিবির। এছাড়া ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে বহিষ্কৃত নেতাকর্মীদের লেখা খোলা চিঠি বিতরণ করা হয়।

শাবিপ্রবি শিবিরের ১৪ নেতাকর্মীর আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় শিবির।

এদিকে, শাবিপ্রবি শিবিরের সভাপতি এহসানুল করিম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন এক যৌথ বিবৃতিতে বলেছেন, অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের গণতান্ত্রিক আন্দোলন চলবে।

অপরদিকে, আগামী ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিবিরের ধর্মঘট ও হরতাল সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়া বাংলানিউজকে বলেন, এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪`

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।