ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

বঙ্গবন্ধুর জন্মদিনে শাবিপ্রবি‘তে আলোচনা সভা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, মার্চ ১৭, ২০১৪
বঙ্গবন্ধুর জন্মদিনে শাবিপ্রবি‘তে আলোচনা সভা

শাবিপ্রবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোমবার শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভা শুরু হয়ে সাড়ে বারটায় শেষ হয়।



বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে নিবন্ধক ইশফাকুল হোসেনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য আমিনুল হক ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ যতদিন টিকে থাকবে বঙ্গবন্ধুর অবদান ততদিন স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।