ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

গোয়ালন্দ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উপজেলা করেজপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, মার্চ ১৫, ২০১৪
গোয়ালন্দ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা (ডিগ্রি) কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।



কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ পৌর মেয়র শেখ নিজাম, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া প্রমুখ।

তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় গোয়ালন্দের একমাত্র মহিলা কলেজের চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

এক কোটি ২৭ লাখ ৭৭ হাজার টাকায় ব্যয়ে নির্মিত এই ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মুন্সি আনোয়ারুল হক কবির।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।