ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির হল উদ্ধার নিয়ে উত্তেজনা, প্রতিহত করতে এলাকাবাসীর সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, মার্চ ৬, ২০১৪
জবির হল উদ্ধার নিয়ে উত্তেজনা, প্রতিহত করতে এলাকাবাসীর সমাবেশ

ঢাকা: পুরান ঢাকার বংশালের ২৬ নম্বর পুরাতন মোগলটুলী এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বজলুর রহমান হল (বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়) উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ওই স্থান দখল করতে আসবে বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থীরা।



এদিকে উদ্ধার প্রতিহত করতে ওই হলের গেটে অবস্থান নিয়েছে এলাকাবাসী।   সকাল থেকে গেটে মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান নিয়ে মাইকে এলাকাবাসীকে জড়ো হওয়ার আহ্বান জানাচ্ছে তারা।  

রাজধানীর ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, এখানে পাকিস্তান আমলে একটি ছাত্রাবাস ছিল। বর্তমানে এ জায়গায় স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এলাকার ছেলে-মেয়েরা পড়াশোনা করছে। এখানে আবারও ছাত্রবাস হলে ছেলে-মেয়েদের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে।

এ দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হল অভিমুখে রওনা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বৃহস্পতিবার বজলুর রহমান হল উদ্ধারের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১০২৯ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪, আপডেট ১১০২ ঘণ্টা,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।