ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে প্রথম বর্ষের ক্লাশ শুরু ১০ মার্চ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, মার্চ ৫, ২০১৪
রাবিতে প্রথম বর্ষের ক্লাশ শুরু ১০ মার্চ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হবে আগামী ১০ মার্চ সোমবার।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



গত ২২ থেকে ২৭ জানুয়ারি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এখনো বেশিরভাগ বিভাগে ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বাংলানিউজকে বলেন, ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে। ১০ তারিখের মধ্যে সব বিভাগের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। শিক্ষার্থীদের সেশনজটের কথা চিন্তা করে ক্যাম্পাস খোলার দিন থেকেই প্রথম বর্ষের ক্লাশ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের মধ্যেই চলতি বর্ষের ভর্তি পরীক্ষা ও কার্যক্রম সম্পন্ন হয়।

এবার রাবিতে আটটি অনুষদের অধীনে ৪৮টি বিভাগে মোট তিন হাজার ৬০১টি আসনে শিক্ষার্থী ভর্তি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।