ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

সুনামগঞ্জ কলেজে নতুন ৬ বিষয়ে অনার্স কোর্স চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মার্চ ৩, ২০১৪
সুনামগঞ্জ কলেজে নতুন ৬ বিষয়ে অনার্স কোর্স চালু

সুনামগঞ্জ: নতুন ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন পেয়েছে  সুনামগঞ্জ সরকারি কলেজ। এতে কলেজে মোট অনার্স কোর্সের সংখ্যা দাড়ালো ১০টিতে।



সোমবার দুপুরে কলেজের মেইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠি আসে। চিঠিতে কলেজে ইংরেজী, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গণিত, উদ্ভিদবিদ্যা ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর সাইফুল কবীর চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ই-মেইলে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৫তম অধিভুক্তি কমিটির সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজে এ ছয়টি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরীক্ষামূলকভাবে প্রথম সাময়িক অধিভুক্তি প্রদান করা হয়েছে। এসব বিষয়ে সর্বোচ্চ ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, আগামী এক বছরের মধ্যে প্রতিটি বিষয়ের অনুক‍ূলে ৫০ হাজার টাকা করে সংরক্ষিত তহবিল গঠন করে বিশ্ববিদ্যালয়কে  অবহিত করতে হবে।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সুনামগঞ্জ কলেজকে অনার্স কলেজে উন্নীত করার ঘোষণা করা হয়। ১৯৯৮-৯৯ সালে কলেজ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র এবং আটটি বিষয়ের অন্তর্ভুক্তি ফি বাবদ ২০ হাজার টাকা জমা দেওয়া হয়। এরপর ২০০১ সালে বাংলা, দর্শন, ইতিহাস এবং হিসাববিজ্ঞান -এ চার বিষয়ে অনার্স কোর্স চালু হয়।

কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণিতে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে।


বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।