ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির আন্দোলনে মাহমুদুর রহমান মান্নার সমর্থন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, মার্চ ১, ২০১৪
জবির আন্দোলনে মাহমুদুর রহমান মান্নার সমর্থন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারসহ ৮ দফা দাবিতে চলমান শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সমর্থন জানান তিনি।



বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় নেতা, সংসদ সদস্য, পুলিশ ও প্রভাবশালীদের বেদখলে থাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো উদ্ধারে কর্তৃপক্ষেল অবহেলায় বিস্ময় প্রকাশ করেন মান্না। তিনি মনে করেন, হল উদ্ধারের ন্যায্য আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক আক্রমণ সরকারের অবস্থান তুলে ধরেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকারের মন্ত্রীরা যে আশ্বাস দিয়েছেন তার দ্রুত বাস্তবায়ন এবং দখলদারদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।