ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

সার্টিফিকেট বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
সার্টিফিকেট বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে যারা ব্যবসা ও সার্টিফিকেট বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক’র ৭ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নতি করতে সক্ষম হয়েছে।

যারা এখনো করতে পারছে না তাদের ব্যাপারে সরকার কঠোর নজরদারি করছে, বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল-২০১০ করা হয়েছে। এর ফলে দেশের উচ্চ শিক্ষা বিস্তারের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একটি ছাতার নিচে আনতে সক্ষম হয়েছি।

অনেকেই নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে সক্ষম হয়েছে। অধিকাংশের নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার প্রক্রিয়া চলছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আধুনিক ও যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।