ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

শিক্ষা

শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছবি : ফাইল ফটো / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্থায়ী ক্যাম্পাসসহ উচ্চ শিক্ষার মানোন্নয়নের শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে তিনি একথা বলেন।



রাজধানীর বাড্ডার আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, মান সম্মত উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় নি:সন্দেহে বড় ভূমিকা রাখছে। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ নির্ধারিত সময়সীমার মধ্যে উচ্চ শিক্ষার গুণগত মানের শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি শিক্ষামন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মূল্যবোধের ধারক হিসেবে নৈতিক শিক্ষাও জরুরি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের নিরক্ষরতার সুযোগেই বাইরের সংস্কৃতি এখানকার সংস্কৃতিকে বিকৃত করেছে।

শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা ও সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে ওঠার তাগিদ দেন সেলিনা হোসেন।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফির সভাপতিত্বে ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন,  উপ-উপাচার্য অধ্যাপক ড. এম সেকেন্দার হায়াত খান বক্তব্য দেন।

এবারের সমাবর্তনে ৪জনকে স্বর্ণপদকসহ ১হাজার ৩৪১ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।