ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

কুয়েট ইউআরপি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
কুয়েট ইউআরপি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের সায়েন্স গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।  

ইউআরপি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এএনএম মিজানুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের সভাপতি প্রফেসর ড. শামীম মাহবুবুল হক ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর প্রধান প্রকৌশলী এটিএম ওয়াহিদ আজহার।

অনুষ্ঠানে ইউআরপি বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।