ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ডিআইআইটি’তে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, ফেব্রুয়ারি ২১, ২০১৪
ডিআইআইটি’তে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বৃহস্পতিবার ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) মিলনায়তনে  উচ্চশিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত হয়। ডিআইআইটির নির্বাহী পরিচালক নূরুজ্জামান এতে শুভেচ্ছা বক্তব্য এবং মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওলভারহেম্পটন’র ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার মিস. ফেলিসিটি ডেল।



মূল বক্তব্যে ফেলিসিটি ডেল উচ্চশিক্ষার জন্য ইংরেজির গুরুত্ব ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব ওলভারহেম্পটন এ শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও ডিআইআইটি’র শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।  

ডিআইআইটি ও ইউনিভার্সিটি অব ওলভারহেম্পটন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।