ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

মাতৃভাষা দিবস উপলক্ষে ড্রেক্সেল ইন্টা. স্কুলে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, ফেব্রুয়ারি ২০, ২০১৪
মাতৃভাষা দিবস উপলক্ষে ড্রেক্সেল ইন্টা. স্কুলে আলোচনা সভা

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ছিল সাংস্কৃতিক আয়োজনও।



বৃহস্পতিবার বেলা ১১ টায় গুলশান ৫৫ নং সড়কে স্কুল ক্যাম্পাসে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। তিনি বলেন, ইংরেজী মাধ্যমের স্কুলগুলোতে শুধুমাত্র ইংরেজির ওপর জোর দিলে চলবে না। মাতৃভাষা বাংলাও অন্তর্ভুক্ত থাকতে হবে। আজকাল মাতৃভাষা চর্চা অনেকটা কমে গেছে, শুদ্ধভাবে বাংলাও অনেকে বলতে পারেন না। বিশেষ করে এফএম রেডিওগুলোতে কি বলে আমরা তো বুঝতেই পারিনা।

তিনি আরো বলেন, আমাদের ভাষা অনেক গৌরবের। এটাই একমাত্র দেশ যেখানে রক্ত দিয়ে নিজের ভাষা প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ভাষাকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানাই।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক কালাম ফয়েজী, ড. শেখ তারিকুল ইসলাম, স্কুলের পরিচালক ফারুক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।