ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জবি ‘ডি’ ইউনিটের সাবজেক্ট চয়েস ফরম পূরণের ২য় তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
জবি ‘ডি’ ইউনিটের সাবজেক্ট চয়েস ফরম পূরণের ২য় তালিকা প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের(‘ডি’ ইউনিট) প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের দ্বিতীয় সাবজেক্ট চয়েস ফরম পূরণের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া  প্রথম মনোনয়ন প্রাপ্তদের মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।



‘ডি’ ইউনিটে প্রাথমিক ভাবে নির্বাচিতদের মধ্য হতে ২৫ ফেব্র“য়ারি  মানবিক শাখার মেধাক্রম ৯৫১ থেকে ১২৫০  এবং ১২৫১ থেকে ১৩৫০ পর্যন্ত যথাক্রমে সামাজিক বিজ্ঞান ভবন-২ এর ১০১ নং ও ১০৩ নং কে দ্বিতীয় সাবজেক্ট চয়েস ফরম
পূরণ  অনুষ্ঠিত হবে।

সাবজেক্ট চয়েস ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগাজপত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ‘ডি’ ইউনেটে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্য হতে প্রথম মাইগ্রেশনের জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন ভবনের ৭১২নং কে সকাল ১০টা থেকে ১২টা মধ্যে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd  ও ডিন কার্যালয়ে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯৪০ ঘণ্টা,১৭ ফেব্রুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।