ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির সি ইউনিটের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
জবির সি ইউনিটের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদের (‘সি’ ইউনিট) দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

‘সি’ ইউনিটের দ্বিতীয় মনোনয়নপ্রাপ্ত মেধাক্রম ৭৪৩-৭৭৯ এবং অন্যান্য ১০২ পর্যন্ত ভর্তিচ্ছুকদের আগামী ১৮ ফেব্রুয়ারি হতে ২৪ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ডিন অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে।



অন্যথায় মনোনয়ন বাতিল বলে গণ্য করা হবে।

‘সি’ ইউনিটের দ্বিতীয় মনোনয়নপ্রাপ্ত আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় মনোনয়নে নির্বাচিত মেধাক্রম ৭৮০ থেকে ৭৮৫ ভর্তিচ্ছুকরা ২৫ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে পারবেন।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ডিন কার্যালয়ে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।