ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবিতে ছাত্রদলের ধর্মঘট স্থগিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
ইবিতে ছাত্রদলের ধর্মঘট স্থগিত

ইবি: মঙ্গল ও বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে ইবি শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক ও দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জান‍ানো হয়।



প্রেস বার্তায় উলেøখ করা হয়, গ্রেফতারকৃত ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর প্রেক্ষিতে তারা ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামী বুধবারের মধ্যে তাদের পাঁচ দফা দাবি মেনে না নিলে ২২ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘট শুরু করা হবে।

গত শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দফা দাবিতে এই ধর্মঘটের ঘোষণা দেয় ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।