ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির প্রতিনিধি দলকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
জবির প্রতিনিধি দলকে  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হয়ে যাওয়া হল উদ্ধারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত  করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

রোববার বেলা পৌঁণে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ দাবি সংক্রান্ত স্মারকলিপি প্রদান করলে তিনি এ আশ্বাস দেন।


 
এ ব্যাপারে আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য ও হল আন্দোলনের সমন্বয়ক ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন।

তিনি ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত  আন্দোলন চলবে বলেও জানিয়েছেন  তিনি।

বাংলাদেশ সময় ১৬৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪ ইং

জবি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।