ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

ঢাকা: প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ট্যালেন্টপুলে ২১ হাজার ৯৭৮ ও সাধারণ কোঠায় ৩২ হাজার ৪৩৪ জন বৃত্তি পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান।



রোববার দুপুরে সচিবলায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২০১৩ সালে ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন।

বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ দেওয়া হবে। পাশাপাশি সকল বৃত্তিধারী বিনা বেতনে যে কোনো সরকারি, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক/নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পাঠের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।