ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

রুয়েটে নিয়োগ বঞ্চিতদের ভাঙচুর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, ফেব্রুয়ারি ৮, ২০১৪
রুয়েটে নিয়োগ বঞ্চিতদের ভাঙচুর

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) ভাঙচুর চালিয়েছে নিয়োগ বঞ্চিতরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে ভাঙচুর চালায় তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রুয়েট সূত্র জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে একজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক পদের বিপরীতে আবেদন করেছিলেন ১৩৭ জন। গত ৩০ জানুয়ারি ওই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার পরীক্ষার ফল বের হয়।

কিন্তু পরে চাকরি প্রার্থীরা জানতে পারেন, ওই পদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ খবর শোনার পর নিয়োগ বঞ্চিতরা শনিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কক্ষসহ অন্যান্য ভবনে ভাঙচুর চালায়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রুয়েটের রেজিস্টার প্রফেসর আশরাফুল আলম জানান, কয়েক দুবৃর্ত্ত এসে তার কক্ষসহ বিভিন্ন ভবনে সামান্য ভাঙচুর করেছে। আমরা পুলিশকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নিদের্শ দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।