ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জানুয়ারি ২৬, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল সোমবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে সোমবার।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম মেধা তালিকাসহ ফলাফল সোমবার প্রকাশ করা হবে বলে জানানো হয়।



সোমবার বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা মোবাইলের ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU AT Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এছাড়া রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এর মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে।

২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মোট ৫১৬টি অনার্স কলেজের ৩০টি বিষয়ে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

মেধা তালিকায় স্থান পাওয়াদের ভর্তির ব্যাপারে করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।