ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবির ‘এ’ ইউনিটের লিখিত পরীক্ষা স্থগিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, জানুয়ারি ২৫, ২০১৪
রাবির ‘এ’  ইউনিটের লিখিত পরীক্ষা স্থগিত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওএমআর শিট মূল্যায়নের মেশিন নষ্ট হওয়ায় শনিবার দুপুর পর্যন্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করতে না পারায় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়।



বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট সময়ে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করতে না পারায় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষার সতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়েল ওয়েবসাইট, ডীন কমপ্লেক্স ভবন ও পত্রিকার মাধ্যমে এই তারিখ জানতে পারবে বলেনও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।