ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, জানুয়ারি ১৭, ২০১৪
ইবির ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিতব্য এ পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



ভর্তি পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ও কোনো ধরনের ডিজিটাল ঘড়ি সঙ্গে রাখতে পারবেন না বলে জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও ডিজিটাল ঘড়ি পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল করা হবে।

ইবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, পরীক্ষার্থীদের নিজ নিজ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। যাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নেই তারা এসএসসি ও এইসএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনবে।

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র রাজনীতি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি, নিউজরুম এডিটর/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।