ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

গভর্ণিং বডির সভাপতি হতে পারবেন পুনর্নির্বাচিত এমপিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, জানুয়ারি ২৩, ২০১৪
গভর্ণিং বডির সভাপতি হতে পারবেন পুনর্নির্বাচিত এমপিরা

ঢাকা: পুনরায় নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতির দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি অথবা তার প্রতিনিধির সভাপতি হিসেবে দায়িত্বভার গভর্ণিং বডি/এডহক কমিটির মেয়াদ থাকা সাপেক্ষে বহাল থাকবে। এ সিদ্ধান্ত ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তবে যে সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উল্লিখিত বিষয়টি প্রয়োগযোগ্য নয়, সে সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার নিমিত্তে যথারীতি সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, তফসিল ঘোষণার পর যারা নির্বাচনে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পদে না থাকার বিষয়ে আদেশ জারি করেছিলো।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।