ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবির হলের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, জানুয়ারি ১৪, ২০১৪
বাকৃবির হলের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হলের সি ব্লকের ছাদ থেকে পড়ে  মারা যান তিনি।

নিহত যুবক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে শহীদ শামসুল হক হলের সি ব্লকের ছাদ থেকে নিচতলা সংলগ্ন করিডোরের উপর পড়ে যায় অজ্ঞাতপরিচয় ওই যুবক। এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত পড়তে থাকলে শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষকে খবর দেয়।

পরে অ্যাম্বুলেন্স যোগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করলে হলের শিক্ষার্থীরা তাকে শনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুস সালাম বাংলানিউজকে জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে, যুবকটি ওই হলের ছাত্র না।

যুবকটি মাদকসেবী হতে পারে উল্লেখ করে তিনি জানান, হলে সংস্কার কাজ চলছে। এসময় বাইরের কেউ হলে প্রবেশ করে থাকতে পারে।


বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।