ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির প্রথম বর্ষের পরিচিতি মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, ডিসেম্বর ৩১, ২০১২
শাবিপ্রবির প্রথম বর্ষের পরিচিতি মঙ্গলবার

সিলেট: মঙ্গলবার বছরের প্রথম দিনে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিত অনুষ্ঠান হবে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এ পরিচিতি অনুষ্ঠান হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা।



সমাজকল্যাণমন্ত্রী মো. এনামুল হক মোস্তফা শহীদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থাকবেন।

এরই মধ্যে পরিচিত অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে অধ্যাপক নারায়ণ সাহা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২
এসএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।