ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

কুমিল্লা বোর্ডে জেএসসিতে ফেনী গালর্স ক্যাডেট কলেজ প্রথম

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, ডিসেম্বর ২৮, ২০১২

ফেনী: কুমিল্লা বোর্ডের অধীনে জুনিয়র সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান দখল করেছে ফেনী গালর্স ক্যাডেট কলেজ। এ শিক্ষা প্রতিষ্টানের ৫৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।



ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বোর্ডের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।

মেধা তালিকায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবস্থান দশম স্থানে। এ বিদ্যালয় থেকে ২৪৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।
 
কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় ১৮তম স্থানে রয়েছে ফেনী শাহীন একাডেমী। এ বিদ্যালয় থেকে ৩৮২ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী ফেনী গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, সব শিক্ষাথীদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের কর্মকর্তা অনুষদ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে শিক্ষাদান ও অভিভাবকদের  উৎসাহ ও অনুপ্রেরণায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।