ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

জেএসসিতে রাজশাহী বোর্ডে ১৩তম উল্লাপাড়ার মোমেনা আলী বিদ্যালয়

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, ডিসেম্বর ২৭, ২০১২
জেএসসিতে রাজশাহী বোর্ডে ১৩তম উল্লাপাড়ার মোমেনা আলী বিদ্যালয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বালিকা উচ্চ বিদ্যালয় এবারে জেএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের সম্মিলিত মেধা তালিকার ১৩ তম স্থান অর্জন করে জেলায় প্রথম হয়েছে।

এখান থেকে ৯৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।



৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় দ্বিতীয় হয়েছে সিরাজগঞ্জ জেলা সদরের বি.এল.উচ্চ বিদ্যালয়, ২০ জিপিএ-৫ পেয়ে তৃতীয় হয়েছে সবুজ কানন উচ্চ বিদ্যালয়, ২১ জিপিএ-৫ পেয়ে ৪র্থ হয়েছে কাজিপুর উপজেলার গান্ধাইল-রতনকান্দি আলী আহম্মদ উচ্চ বিদ্যালয় এবং ১৬ জন জিপিএ-৫ পেয়ে ৫ম হয়েছে চৌহালী উপজেলার বেতিল উচ্চ বিদ্যালয়।

এছাড়া, ১৯ জন জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ হয়েছে রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয়, ৮৫ জন জিপিএ-৫ পেয়ে ৭ম হয়েছে সালেহা ইসহাক সরকারি বালিকা বিদ্যালয়, ৯জন জিপিএ ফাইভ পেয়ে ৮ম হয়েছে কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়, ৯ জন জিপিএ ফাইভ পেয়ে ৯ম হয়েছে শাহাজাদপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় এবং ১০ জন জিপিএ ফাইভ পেয়ে ১০ম হয়েছে বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা যায়, চলতি বছরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৩৫ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন।

পরে সংবাদ সম্মেলন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রাথমিক সমাপনী এবং শিক্ষামন্ত্রী জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সুলতানা মিলি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।