ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবতেদায়ীতে শীর্ষে বরিশাল বিভাগ

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: এ বছর পাসের হারে ইবতেদায়ীতে শীর্ষে অবস্থান করছে বরিশাল বিভাগ এবং নিম্নে রয়েছে সিলেট বিভাগ। বরিশাল বিভাগে পাসের হার ৯৬.৭৩ শতাংশ।

আর সিলেট বিভাগে পাসের হার ৮৯.৪৭ শতাংশ।

বরিশাল বিভাগে ইবতেদায়ী সমাপনী পরীক্ষার জন্য নিবন্ধন করেন ২৯ হাজার ৪৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১৪ হাজার ৩৩১ জন ও ছাত্রী ১৪ হাজার ৭১৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন শিক্ষার্থী।

অপরদিকে, সিলেট বিভাগ থেকে ২০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৬০৪ জন, ছাত্রী ৯ হাজার ৫১৫ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪৭ জন।

ইবতেদায়ীতে রাজশাহী বিভাগ ৯২.৭৮ শতাংশ, খুলনা বিভাগ ৯৫.৪২ শতাংশ, ঢাকা বিভাগ ৮৯.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগ ৯১.৮৫ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৪.৩৩ শতাংশ।

ঢাকা বিভাগ পাসের হারে তালিকায় নিচের দিকে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রয়েছে সবার আগে। এই বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক ৬৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১২
ইএস/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।